December 24, 2024, 1:40 pm

কালিয়াকৈরে ছিনতাই হওয়া ঢাকার ৩০ লক্ষ উদ্ধার গ্রেফতার ৫

Reporter Name
  • Update Time : Monday, June 15, 2020,
  • 125 Time View

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাই হওয়া ৮০ লাখ টাকার মধ্যে ৩০ লাখ ৬৮ হাজার টাকাসহ ইউএস ডলার, অস্ত্র ও গোলা উদ্ধার করা হয়েছে।

রোববার র‌্যাব-১ সদস্যরা ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, মগবাজার, ডেমরা এবং কড়াইল বস্তিতে অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি ওই টাকা ও অন্যন্য জিনিস উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বরগুনার রিয়াজ উদ্দিন (৩৬), পটুয়াখালীর মো. সাগর মাহমুদ (৪০), বরিশালের মো. জলিল (৪০), রাজবাড়ীর মো. ইসমাইল হোসেন ওরফে মামুন (৪৫) ও টাঙ্গাইলের মনোরঞ্জন ওরফে বাবু (৪১)।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে র‌্যাব-১ সদস্যরা ৩০ লাখ ৬৮ হাজার টাকা, এক হাজার একশত ইউএস ডলার, একটি প্রিমিও প্রাইভেট কার (চট্ট মেট্রো-গ ১১-৭৬৫৩), তিনটি মোটর সাইকেল (বরিশাল মেট্রো-ল-১১-০৭২৭, ঢাকা মেট্রো হ ৬৪-১৭১৪, ঢাকা মেট্রো ল-১৮-০১৬১) একটি বিদেশি রিভলবার, একটি বিদেশি পিস্তল, একুশ রাউন্ড গোলাবারুদ, দুইটি ম্যাগজিন, তিনটি পাসপোর্ট এবং আটত্রিশটি মোবাইল ফোন উদ্ধার করেছেন।

গত ৭ জুন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ছিনতাইকারীরা গুলি করে ইনক্রেডিবল ফ্যাশনস্ লি. গার্মেন্টসের ৮২ লাখ ১২ হাজার টাকা ছিনতাই করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71