বন্যার তোড়ে নেত্রকোনার মোহনগঞ্জে ৩৪ নম্বর রেলব্রিজ ভেঙে যাওয়ায় ঢাকা-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার মাঝামাঝি অতীতপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নেত্রকোনা থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনও বারহাট্টায় আটকে পড়েছে।
বারহাট্টা উপজেলার স্টেশনমাস্টার গোলাম রব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।