সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় সুমাইয়া নামের ছয় বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর আনুমানিক সারে বারটার দিকে তার নিজ বাড়ির পুকুরের পরে গিয়ে তার মৃত্যু হয়। নিহত শিশুটি হলো উপজেলার গোলখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের মো: জালাল স্বা’য়ের একমাত্র কন্যা। এব্যাপারে নিহতের বাবা জালাল জানান, আনুমানিক দুপুর সারে বারোটার দিকে খেলা করতে গিয়ে বাড়ির পুকুরে পরে যায়। অনেক খোজা খুঁজির পর, তাকে দুপুরে দেড়টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি উদ্বার করেন।
এবিষয়ে গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার জানান, নিহত শিশুটির বিষয়ে অবগত হয়েছি। তবে পারিবারিক ভাবে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া কোন অভিযোগ না থাকলে স্থানীয় চেয়ারম্যানকে জানিয়ে দাফন কার্যক্রম সম্পন্ন করার আইনি কোন বাধাঁ নেই বলে তিনি জানান।