পটুয়াখালীর গলাচিপার মেয়ে অপ্সরা বরিশাল বিভাগে নৃত্যে সেরা হয়েছেন। সোমবার (২০ জুন) আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়াম শিল্পকলা একাডেমি বরিশালে অনুষ্ঠিত আন্ত: প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২০২২ সালের বরিশাল বিভাগীয় পর্যায়ে সাধারণ নৃত্যে প্রথম স্থান অর্জন করেছে তাইবা আহম্মেদ অপ্সরা।
সে গলাচিপা উপজেলার রতনদী পল্লী উন্নয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন বিজয়ী অপ্সরার নানা উপজেলার গোলখালী ইউনিয়নের সূহরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাজা মিয়া।
তাইবা আহম্মেদ অপ্সরা গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার বাসিন্দা সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগের অন্যতম নেতা তানভীর আহম্মেদ সোহাগ এবং সানজিদা আক্তারের একমাত্র কন্যা। অপ্সরা আমাদের গলাচিপার গর্ব। এবার জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বে যাতে সাফল্য অর্জন করতে পারে এ জন্য গলাচিপাসহ বরিশাল বিভাগের সকলের কাছে দোয়া কামনা করছে তার পরিবার বর্গ।