পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ অফিসে মঙ্গলবার (২১ জুন) রাত ৯ টায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৫ শে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন ও জনসভা সফল করতে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায় আনন্দ প্রকাশ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের মাননীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (সাজু) এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহিন সাহ। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলমসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত থেকে সভাকে সাফল্যমন্ডিত করেন। এ সময় প্রধান অতিথি এসএম শাহজাদা (সাজু) বলেন, শেখ হাসিনা সরকার বারবার দরকার। ‘যতদিন জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ’-এই শ্লোগানকে সামনে রেখে দক্ষিন জনপদের ভাগ্য উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। যার স্বপ্ন বাস্তবায়নে দরকার শেখ হাসিনার মত ক্যারিশম্যাটিক নেতৃত্ব।