রাজধানী ডেমরার মধুবাগ এলাকায় একটি বাসায় স্ত্রীর গলা কেটে হত্যা পর স্বামী আত্মহত্যা করেছেন খবর পাওয়া গেছে। তারা হলেন- স্ত্রী সুমি সুলতানা (৪০) ও স্বামী ওষুধ ব্যবসায়ী লিয়াকত হোসেন (৫০)। মঙ্গলবার (২৮ জুন) রাতে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ওই দম্পতির দুই সন্তান।
এক মেয়ের বিয়ে হয়েছে। অপর এক ছেলে সন্তান স্থানীয় একটি কলেজে পড়াশোনা করেন। সকালে ঘুম থেকে উঠে ছেলে কলেজে চলে যায়। বিকেল ৪টার দিকে বাসায় ফিরে এসে দেখে বাবা-মা রুমের দরজা তখনও বন্ধ। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া-শব্দ না পেয়ে রুমের ভেন্টিলেটর দিয়ে দেখতে পান তার বাবা লিয়াকত গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। আর তার মা মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়ে।
ওসি মো. শফিকুল আরও জানান, স্বামী-স্ত্রীর মনোমালিন্য ও সংসারে অর্থ সংকটের কারণে লিয়াকত তার স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।