December 26, 2024, 4:41 am

মানবতাবিরোধী অপরাধ : ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড।

অনলাইন ডেক্স
  • Update Time : Thursday, June 30, 2022,
  • 77 Time View

মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের মাওলানা শফি উদ্দিনকে মৃত্যদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে মৃত্যদণ্ডপ্রাপ্ত শফি উদ্দিন পলাতক রয়েছে।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- মো. তাজুল ইসলাম খোকন, মো. জাহেদ মিয়া ও ছালেক মিয়া।

পলাতক আরেক আসামি সাব্বির আহমেদকে খালাস দিয়েছেন আদালত।

 

ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন জানান, আসামিদের বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন অপরাধে মোট দুটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন তারা।

অন্যদিকে রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও গাজী তামিম বলেন, প্রসিকিউশন পক্ষ তাদের মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে।

২০১৮ সালের ২১ মার্চ এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শেষ করে তদন্ত সংস্থা। পরে তারা প্রসিকিউটর বরাবর প্রতিবেদন দাখিল করে। প্রসিকিউশন এ আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71