পটুয়াখালীর গলাচিপা উপজেলার সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্রী মোসা:আফসানা আক্তার মিমকে হত্যার অভিযোগে মো: কালাম গাজী (৩৫) ও তার স্ত্রী মোসা: রানী বেগম(৩০)কে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
বুধবার গভীর রাতে তাদের বাড়ী থেকে আটক করে গলাচিপা থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার গলাচিপা আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। ইতো: পূর্বে তাদের দুই জনার বিরুদ্ধে গলাচিপা থানায় ২৯জুন রাতে হত্যা মামলা দায়ের করেন মিমের মা রেখা কনা বেগম ।
মামলা নং ২১, ধারার নং ৩০২,২০১। মামলা সূত্রে জানা যায়, রেখা কনা বেগম বলেন, আমার অনুপস্থিতিতে বসত ঘর থেকে গত ২৬জুন রাত আনুমানিক ১০টার দিকে প্রতিবেশি মোসা: রানী বেগম আমার ছোট মেয়ে মোসা: আফসানা আক্তার মিমকে তাদের ঘরে ডেকে নিয়ে যায়।
তখন মিমের বাবা হুমায়ুন সিকদার(৬০) ঘরে অসুস্থ ছিল। পরের দিন
আমি বাড়ী এসে মিম কে না দেখতে পেয়ে আসামীদের বাড়ী যাই এবং
জিজ্জাসা করি তারা কোন সদুত্তর দিতে পারে নাই।
অনেক খোজা খুজির পর
২৯জুন সকাল ৯টার দিকে ২নং ওয়ার্ডের জাফর আহমেদ খোকনের ঘরের পূর্ব পাশে বের (ডোবায়) কচুরি পানার মধ্যে মিমের লাশ দেখতে পাই। তিনি আরো
জানান, মামলার আসামীগন আমার মেয়েকে হত্যা করেছে। গলাচিপা থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরএম শওকত আনোয়ার ইসলাম জানান, স্কুলছাত্রী
মিম হত্যা মামলার আসামী মো: কালাম গাজী (৩৫) ও তার স্ত্রী মোসা: রানী
বেগম কে গ্রেফতার করে গলাচিপা আদালতে প্রেরণ করা হয়েছে।