অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাস সংক্রমণে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ১২৬২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৩৮৬২ জন। গতকাল সোমবার শনাক্ত হয়েছিলেন ৩০৯৯ জন।
আজ মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও।