নাটোরের সিংড়ায় ইজিবাইক ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক আব্দুল আজিজ ও যাত্রী আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়েছে।
আজ সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম মুচি পাড়ায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল আজিজ সিংড়া উপজেলার বিয়াশ গ্রামের আইনুল হকের ছেলে ও আব্দুল কুদ্দুস পাটুরিয়া গ্রামের জোফিল উদ্দিনের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম সিদ্দিকি ও স্থানীয়রা জানন, সিংড়া থেকে বগুড়া গামী মাল বোঝাই একটি মিনি ট্রাক উপজেলার চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম মুচি পাড়ায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকরে সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আব্দুল আজিজ মারা যায়। ঘটনাটি স্থানীয়রা দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ টি উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে আব্দুল কুদ্দুসের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে আব্দুল কুদ্দুস মারা যায়। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।