সারাদেশে দ্বিতীয় দিনের মতো উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দ্বিতীয় দিনে কেউ কেউ পশু কোরবানি দিচ্ছেন। তবে গতকালের তুলনায় এর সংখ্যা অনেক কম।
কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে গতকাল কসাই না পাওয়ায় কোরবানি করেননি। তাই আজ সোমবার কোরবানি দিচ্ছেন তারা।
এদিকে গত রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দাবি করেছে, পূর্ব নির্ধারিত ১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।
ডিএনসিসির বর্জ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৫০টির শতভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। বাকি ৪টি ওয়ার্ডের সকল বর্জ্য সংগ্রহের কাজ শেষ করা হয়েছে এবং সেগুলো ল্যান্ডফিলে ট্রান্সফার করা হচ্ছে।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ড থেকে প্রথম দিনে কোরবানি করা পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত সার্বিকভাবে প্রায় ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।