মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো একজন।
বুধবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার আলমদস্তার এলাকায় পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাজৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।
তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে পিকআপের চালক ও হেল্পার দুইজন নিহত হয়। এ সময় বাসটি পালিয়ে যায়।
জানা যায়, একটি আম ভর্তি পিকআপ মাদারীপুরের দিকে যাচ্ছিলেন এবং সোনার বাংলা নামে একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিল। এসময় রাজৈর পৌর ভবনের সামনে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা ড্রাইভার নওগা জেলা পোসরা থানার ছাদ্দাম ও হেলপার খাইরুল ঘটনাস্থলে নিহত হয়। তবে এ ঘটনার পর সোনার বাংলা নামে বাসটি পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।