যশোরে বিএনপি নেতা বদিউজ্জামান ধনি হত্যা মামলায় তিন আসামিকে আটক হয়েছে। যশোরের জেলা গয়েন্দা পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পৃথক অভিযানে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জাড়ত থাকার দায়ে তিন আসামিকে আটক করা হয়েছে।
বুধবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। প্রথমে র্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র্যাবের স্কোয়াড কমান্ডার শফিকুর রহমান নিউজ টোয়েন্টিফোকে জানান, এ হত্যা মামলার অন্যতম একজন আসামি আলামিনকে তারা গ্রেপ্তার করেন।
পরে দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়, এ মামলার অপর দুই আসামিকে শহরের টিবি ক্লিনিক এলাকা থেকে আটক করা হয়। এ সময় পুলিশ সুপার জানান, আধিপত্য বিস্তারের কারণে প্রধান আসামি রায়হানের নেতৃত্বে ৭/৮ জন দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের ধরতে অভিজান অব্যাহত রয়েছে।