খুলনার কয়রার দক্ষিণ বেদকাশিতে বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়েছে। রোববার (১৭ জুলাই) দুপুরে জোয়ারের পানিতে চরামুখা, দক্ষিণ বেতকাশি, পাতাখালি, ঘড়িলাল ও মধ্যপাড়া গ্রামে রাস্তাঘাট ফসলি জমি, মাছের ঘের ও ঘরবাড়ি প্লাবিত হয়। পানিবন্দি অবস্থায় রয়েছে প্রায় তিন হাজার মানুষ। এর আগে সকালে ইউনিয়নের চরামুখা এলাকায় কপোতাক্ষ নদীর তীরে বেড়িবাঁধে ভাঙ্গন শুরু হয়।
স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি সরদার জানান, সকালে চরামুখা খালের একপাশের রাস্তা ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যায়। রাস্তাটি দীর্ঘদিন নাজুক অবস্থায় ছিল। তাৎক্ষণিকভাবে বাঁধ মেরামতের চেষ্টা করা হলেও পানির চাপে সম্ভব হয়নি। পরে দুপুরের দিকে জোয়ারের পানি গ্রামে ঢুকতে শুরু করে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মশিউল আবেদীন বলেন, ওই স্থানে বাঁধ দুর্বল ছিল। দেড়শ’ মিটারের মতো জায়গা ভেঙে ক্লোজার তৈরি হয়ে গেছে। পানি আটকানো গেলে বাঁধ মেরামত কাজ শুরু হবে।