শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) বহুল আকাঙ্ক্ষিত বার্ষিক সাধারণ সভা (এজিএম)। রাজধানীর সোনারগাঁ হোটেলে দুপুর ১২টায় শুরু হয় এ সভা। এদিন মূল সময়েই আগে একে একে কাওরান বাজারে অবস্থিত সোনারগাঁ হোটেলে উপস্থিত হতে থাকেন বিসিবির কাউন্সিলররা। ঢাকার বাইরে থেকে আসা বেশ কয়েকজন কাউন্সিলর অবশ্য আগের রাতে একই হোটেলে ছিলেন। দুপুর ১২টায় সভাপতি নাজমুল হাসান পাপন সভাস্থলে উপস্থিত হলে শুরু হয় ক্রিকেট বোর্ডের নবম এজিএম।
এজিএমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আঞ্চলিক ক্রিকেট কাঠামো করতে বাধা নেই জানিয়ে বলেন, আর একমাসের মধ্যে রিজিওনাল ক্রিকেট এ্যাসোসিয়েশনের কার্যক্রম দৃশ্যমান হবে।
জানা গেছে, প্রতি বিভাগের কাউন্সিলররা মিলেই নিজেদের বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন সাজাবেন। এর বাইরে ঢাকার ক্লাবগুলোর কাউন্সিলরশিপেও আসছে রদবদল। বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের ছয়টি দল থেকে দুজন করে প্রতিনিধি বিসিবির কাউন্সিলর হতে পারেন। এখন সব ক্লাব থেকেই একজন করে কাউন্সিলর রাখার প্রস্তাব দেওয়া হবে।
বিস্তারিত আসছে…