মানিকগঞ্জে ঘিওর আনসার ক্যাম্পের এক আনসার সদস্যকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে এক নাইটগার্ডের বিরুদ্ধে। শনিবার (২৩ জুলাই) ভোরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আনসার সদস্যের নাম আব্দুল কুদ্দুস। অভিযুক্ত নাইটগার্ডের নাম শাহিন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শাহিনের সঙ্গে ৪০ হাজার পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। শনিবার ভোরের দিকে বাগ্বিতণ্ডার একপর্যায়ে বঁটি দিয়ে জবাই করে কুদ্দুসকে হত্যা করে শাহিন।
ভোরে কুদ্দুসের ক্ষতবিক্ষত মরদেহ বস্তায় ভরে ঘিওর আনসার অফিসের সামনে আনলে আশপাশের মানুষ টের পায়। এ সময় বস্তাবন্দি মরদেহ ফেলে পালানোর চেষ্টা করলে জনতা তাকে ধরে পুলিশে দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জেলা আনসার কমান্ড্যান্ট মো. এফতেখারুল ইসলাম বলেন, ‘উপজেলা আনসার কার্যালয়ে এমন ঘটনা ঘটায় আমরা বিব্রত। আইনগত ব্যবস্থা নেয়া হবে। ’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘এ নিয়ে সামাজিকভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আমরা প্রতিটি মসজিদসহ সব প্রতিষ্ঠান ও জনসাধারণকে বলেছি, ছোট ঘটনা যেন বড় না হয়। ’