মাগুরার মহম্মদপুর উপজেলার চর ঝামা গ্রামে ফুটবল খেলা নিয়ে এক মাদরাসা ছাত্র খুন হয়েছে। ওই ছাত্রের নাম হাসিবুল। স্থানীয় ঝামা মাদরাসার নবম শ্রেণির ছাত্র এবং চর ঝামা গ্রামের শায়েখ মুন্সীর ছেলে। আজ শনিবার রাতে এ ঘটনা ঘটে।
হাসিবুলের চাচা ছাইফার মুন্সীসহ অন্যরা জানান, শনিবার বিকালে চর ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর দুই পক্ষের ফুটবল খেলা ছিল। এই খেলায় পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া নিয়ে হাসিবুলের সঙ্গে সুমন নামে এক যুবকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
পরে সন্ধ্যায় সুমনের বাবা ইউসুফ আলী দলবল নিয়ে সেখানে এসে হাসিবুলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় হাসিবুলকে পার্শ্ববর্তী ফরিদপুর জেলা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে’।