অনলাইন ডেস্ক
বিশ্বে করোনাভাইরাসে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ মানুষের মৃত্যু হয়েছে। দুই শতাধিক-অঞ্চলে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ১৩৫ জন। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ আপডেটে বুধবার (১৭ জুন) এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মোট ৮২ লাখ ৬৪ হাজার ৪৬৮ জন। আক্রান্তদের মধ্যে ৪৩ লাখ ২১ হাজার ৪৯৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
বর্তমানে শনাক্তকৃতদের মধ্যে ৫৪ হাজার ৫৯১ জনের অবস্থা গুরুতর।
ভাইরাসটি সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ২২ লাখ ৮ হাজার ৪০০ জন। এছাড়া দেশটিতে মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ১৩২ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৯৪ হাজার ৪৮১ জনের শরীরে। এছাড়া এ ভাইরাসে মারা গেছেন ১ হাজার ২৬২ জন। অন্যদিকে শনাক্তকৃতদের ৩৬ হাজার ২৬৪ জন সুস্থ হয়েছেন।