December 23, 2024, 7:49 am

শাবিপ্রবি শিক্ষার্থী হত্যা: প্রতিবাদে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ।

অনলাইন ডেক্স
  • Update Time : Tuesday, July 26, 2022,
  • 64 Time View

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল আহমদ হত্যার ঘটনায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সোমবার রাতেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে ফের জড়ো হন শিক্ষার্থীরা। এসময় বৃষ্টিতে ভিজে তারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এসময় শিক্ষার্থীরা বুলবুলের খুনিদের শনাক্ত করে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তিসহ চার দফা দাবি জানান।

তাদের দাবিগুলোর মধ্যে ছিল, বুলবুল খুনের ঘটনা পরিকল্পিত কি না তা খুঁজে বের করা। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। নিহত বুলবুলের পরিবারকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করে বুলবুলকে যে স্থানে ছুরিকাঘাত করা হয়েছে সেখানে তার স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা।
এদিকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিহত বুলবুল আহমদ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নরসিংদী জেলায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে অজ্ঞাত দুষ্কৃতিকারীদের আসামি করে জালালাবাদ থানায় মামলা দায়ের করছেন। বুকের বামপাশে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণে বুলবুলের মৃত্যু হয়েছে বলে রেজিস্ট্রার এজহারে উল্লেখ করেছেন।

আশরাফ উল্যাহ তাহের জানান, বিশ্ববিদ্যালয়ের প্যাডে লিখিত অভিযোগে রেজিস্ট্রার উল্লেখ করেন, সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বুলবুল আহমদ বন্ধুদের নিয়ে ক্যাম্পাসের গাজীকালুর টিলা নামক স্থানে বেড়াতে গিয়ে একাধিক দুষ্কৃতিকারীর কবলে পড়েন। অজ্ঞাত দুষ্কৃতিকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে আহত হয় সে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার ও পরে অ্যাম্বুলেন্সযোগে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর খুনিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনে গাজীকালুর টিলা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বুলবুলকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71