রাজধানীর ওয়ারীতে ছুরি দিয়ে ঘুমিয়ে থাকা স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে ওয়ারী ধোলাইখাল রায় সাহেব বাজার নাভানা টাওয়ারের পেছনে একটি বাসায় এ ঘটনা ঘটে।
আহত ৩০ বছর বয়সী মো. তুষারকে রক্তাক্ত অবস্থায় রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনেন স্ত্রী ৩০ বছর বয়সী নার্গিস আক্তার। এ সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের আগে নার্গিস জানিয়েছেন, স্বামী আবার বিয়ে করায় এ কাণ্ড ঘটিয়েছেন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে আহতের স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি জানান, নার্গিস পুলিশের কাছে বলেছেন, তার স্বামী নাইট গার্ডের কাজ করেন। ধোলাইখাল এলাকায় থাকেন। তাদের এক মেয়ে রয়েছে।
নার্গিস জানান, স্বামী গার্ডের চাকরি করায় একটি সংসারই চলে না। এমন অবস্থায় গোপনে সে আরেকটি বিয়ে করেছে, তাই রাগে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। ।
পুলিশ জানিয়েছে, তুষার নার্গিসকে না জানিয়ে আবার বিয়ে করেন। এ নিয়ে দ্বন্দ্বে নার্গিস ছুরি দিয়ে স্বামীর যৌনাঙ্গ পুরো কেটে ফেলে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।