সিরিজের প্রথম ওয়ানডেতে হারের দায় নিতে হবে বোলারদের। ব্যাটাররা ৩শ’ রানের বড় পুজি গড়ে দেওয়ার পরও পেস বোলারদের লাগামহীন বোলিংয়ে ৯ বছর পর জিম্বাবুয়ের কাছে হারতে হয়েছে বলে মনে করেন টাইগারদের সাবেক পেসার নাজমুল হোসেন। তবে তার প্রত্যাশা বাকি দুই ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে সিরিজ হার।
নতুন দল নিয়ে তা মানা গেলেও ওয়ানডের শুরুতেই টাইগারদের এমন হার মানতে পারছেন না অনেকেই।
এই ফরমেটে বিশ্বের বড় বড় দলকে হারিয়েছে বাংলাদেশ। তাইতো জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটের হারে নাজমুল হোসেন বলেন, তিনশোর উপরে রান করা বাংলাদেশের পরাজয় হতাশার।
ক্যাচ মিস আর পেস বোলাররা ছন্দ ধরে না রাখতে পারার কারণেই প্রতিপক্ষের ব্যাটারারা ৩০৩ রান টপকে যায় ১০ বল হাতে রেখেই। এমটা মনে করেন তিনি। তবে প্রথম ম্যাচ হারলেও টাইগাররা ঘুরে দাঁড়াবে এটা বিশ্বাস করেন সাবেক ক্রিকেটার ও কোচ নাজমুল।
সিরিজ বাঁচানোর ম্যাচে আজ রোববার স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।