তামিমের ফিফটি আর মাহমুদউল্লাহ ৮০ রানে ভর করে জিম্বাবুয়েকে ২৯০ রানের টার্গেট দিল বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুন ছিলো বাংলাদেশের। ব্যক্তিগত ৫০ রানে থামে তামিমের ইনিংস। তামিম বিজয়ের পার্টনারশিপ ভাঙে দলীয় ৭১ রানে। আফিফ করেন ৪১ রান আর শান্তর ব্যাট থেকে আসে ৩৮ রান।
তামিমের ফিফটির পর মাহমুদউল্লাহ ৮০ রানে ভর করে ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৯০ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ দল।
বাকিদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ১৫, তাইজুল ইসলাম ৬, তাসকিন আহমেদ ১ ও শরিফুল ইসলাম ১ রান করেন। জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট নেন সিকান্দার রাজা। ওয়েসলে মেধেভেরে নেন ২ উইকেট। একটি উইকেট পান তানাকা চিভাঙ্গা।