December 26, 2024, 4:35 am

গলাচিপায় শান্তিপূর্ণভাবে জেলের মধ্যে চাল বিতরণ।

Reporter Name
  • Update Time : Wednesday, June 17, 2020,
  • 106 Time View

 

সঞ্জিব দাস , গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে শান্তিপূর্ণভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলেদের মধ্যে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করা হয়। ডাকুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মু. রাকিব মোল্লা বলেন,

প্রতি বছরের ন্যায় এবছরও ২১১ জেলেকে ৫৬ কেজি করে চাল দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জেলেদের মাঝে এ চাল দেওয়ায় ইউনিয়ন পর্যায়ে তাকে ধন্যবাদ জানাই। ডাকুয়া ইউনিয়নের কয়েকজন জেলে বলেন, এ বছরে আমরা জেলেরা সকলেই চাল পেয়েছি।

এ সময়ে উপস্থিত ছিলেন সহকারি মৎস্য কর্মকর্তা মিলন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মাহবুব হাসান শিবলী, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি ও আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয়, ডাকুয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মো. হানিফ গাজী,

ইউনিয়ন মৎস্যজীবীলীগের সভাপতি মো. জামাল মাঝি, মৎস্যজীবীলীগের সাধারন সম্পাদক লতিফ মুসল্লি, ডাকুয়া ইউনিয়ন পরিষদ সচিব মো. মজিবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য তপন দে, সায়েম মিয়া, মো. মাসুদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71