পটুয়াখালীর গলাচিপায় একটি খাল থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১২ ঘটিকার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের মুশুমী খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের মুশুমী খালে স্থানীয় কয়েকজন ওই নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তারা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী পাঠানো হয়েছে।