সংসদে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে খিলক্ষেতের লা-মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেন তাঁর প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী।
তিনি জানান, বাসের ধাক্কায় গাড়ির ঝাঁকুনিতে জি এম কাদের ব্যথা পেয়েছেন।
তবে তাঁর শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই বা কাটেনি।
দলীয় সূত্র জানায়, জাতীয় পার্টি চেয়ারম্যান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতের খাবার ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করে বিশ্রামে আছেন। তিনি শরীরে কিছুটা ব্যথা অনুভব করছেন। শরীরে ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা হয়নি তার। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
খিলক্ষেত থানার ওসি তানভীর আহমেদ জানান, একটি মোটরসাইকেলকে বাঁচাতে ‘শ্যামল বাংলা’ পরিবহনের একটি বাস হঠাৎ ব্রেক করে। এতে পেছনের একটি প্রাইভেট কার, মাইক্রোবাস ও জি এম কাদেরকে বহনকারী গাড়ি একটির সঙ্গে আরেকটি ধাক্কা খায়। বিরোধী দলের উপনেতার গাড়িচালকের সঙ্গে সমঝোতায় প্রাইভেট কার, মাইক্রোবাস ছেড়ে দেওয়া হয়েছে। চালকসহ বাসটিকে আটক করেছে পুলিশ।