December 27, 2024, 6:24 am

১৩৯৬ কোটি টাকা পাচারের মূলহোতা শহিদুল আলম গ্রেফতার।

অনলাইন ডেক্স
  • Update Time : Sunday, August 14, 2022,
  • 46 Time View

আমদানির আড়ালে ১৩৯৬ কোটি টাকা পাচারের মামলার প্রধান আসামি শহিদুল আলমকে (৫৬) গ্রেফতার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল শনিবার বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাকিল খন্দকার।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, ২৯টি মানি লন্ডারিং মামলার আসামি মোঃ শহিদুল আলম গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি অন্যান্যদের সাথে যোগসাজশে ভূয়া নাম, ঠিকানা ও দলিলাদির মাধ্যমে ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, ভ্যাট রেজিস্ট্রেশন, আমদানি রেজিস্ট্রেশন, ব্যাংক হিসাব ও এলসি খুলে মেশিনারী আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের মদ, সিগারেট, এলইডি টিভি ইত্যাদি পণ্য অবৈধভাবে আমদানি করে শুল্ক ফাঁকি দিয়ে মোট ১৩৯৬.১৪ কোটি টাকা মানি লন্ডারিং করেছেন।

 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ২০১৯ সালের ১১ জুলাই তার বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করেন। এছাড়া  বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে আরও ২০টি দায়ের করে।

গ্রেফতারের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71