January 10, 2025, 3:47 am

রাঙামাটিতে ১৪৪ ধারা জারি।

অনলাইন ডেক্স
  • Update Time : Tuesday, August 30, 2022,
  • 24 Time View

রাঙামাটিতে বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সদর উপজেলায় একই স্থানে আজ মঙ্গলবার কর্মসূচী ডাকে বিএনপি ও আওয়ামী লীগ। এই কর্মসূচিকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীদের মুখোমুখি পরিস্থিতি এড়াতে ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়।

গতকাল সোমবার রাত ১টার দিকে রাঙামাটি সদরের ইউএনও’র ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গরবার (৩০ আগস্ট) রাঙামাটি সদর উপজেলার পৌরসভাস্থ ভেদভেদী বাজার এলাকায় জ্বালানী তেল, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি গ্রহণ করছে। অন্যদিকে একই স্থানে একই তারিখ ও সময়ে আওয়ামী লীগও সভা-সমাবেশ আয়োজন করার সংবাদ পাওয়া গেছে। দেশের বৃহত্তর দুই দলের কর্মসূচির কারণে জনজীবনে অসুবিধা ও উপজেলার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অর্পিত ক্ষমতাবলে ৩০ আগস্ট সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরসভাস্থ-ভেদভেদী বাজার ও তার আশপাশের এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, মিটিং, লোক সমাগম এবং চার ততোধিক ব্যাক্তির চলাচল ও আইন শৃঙ্খলা পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অত্র উল্লিখিত স্থানে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71