বিদ্যুতের ঘাটতি কমাতে সরকারের ঘোষণা অনুযায়ী সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। গত ১৯ জুলাই থেকে চালু হয় এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা। প্রতিদিনই রাজধানীসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত লোডশেডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে কোন এলাকায় কখন লোডশেডিং, তার সময়সূচি আগেই জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশ মোতাবেক আজ মঙ্গলবার লোডশেডিংয়ের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো)।
একই সঙ্গে তালিকা দিতে শুরু করেছে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউসন কোম্পানি (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
তালিকা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন-