অনলাইন ডেস্ক
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে চলতি অর্থবছরে (২০১৯-২০) দেশের অর্থনীতির যে ক্ষতি হয়েছে সেজন্য দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৪ দশমিক ৫ শতাংশে। তাবে তা নতুন অর্থবছরেই (২০২০-২১) কাটিয়ে উঠে জিডিপি হবে ৭ দশমিক ৫ শতাংশ।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশের অর্থনীতির ওপর তৈরি করা এক পূর্বাভাসে এমনটাই দাবি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
গত ১১ জুন জাতীয় বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জিডিপি’র যে পূর্বাভাস দেন এডিবি’র পূর্বাভাসের সাথে তা অনেকটাই মিলে যায়। অর্থমন্ত্রী আগামী অর্থবছরের জন্য ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।
আর চলতি ২০১৯-২০ অর্থবছরের জন্য আগের প্রাক্কলন সংশোধন করে ৫ দশমিক ২ শতাংশে নামিয়ে আনা হয়।
এডিবি’র পূর্বাভাসে আরও বলা হয়, আগামী অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে পর্যায়ক্রমে অর্থনীতি পুনরূদ্ধার প্রক্রিয়া শুরু হবে এবং পরের দুটি প্রান্তিকে তা দ্রুত হবে।
গত এপ্রিলে প্রকাশিত এডিবির মূল প্রতিবেদনে বাংলাদেশের চলতি অর্থবছরে জন্য ৭ দশমিক ৮ শতাংশ এবং আগামী অর্থবছরে ৮ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়।