এম.এস রিয়াদ, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র পরিকল্পনা ও বাস্তবায়নে নির্মিত বিউটি অফ বরগুনা নামে দেয়ালের ফিতা কেটে ও পর্দা সরিয়ে শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্।
বৃহস্পতিবার (১৮জুন) বিকেল সাড়ে চারটার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে অবস্থিত ও নির্মিত বিউটি অফ বরগুনা’র শুভ উদ্বোধন করা হয়েছে।
মূলত একনজরে বরগুনা জেলার প্রাকৃতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো তুলে ধরবে এ দেয়াল। যে কোন পর্যটক বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত এই দেয়াল থেকে সমগ্র জেলার পর্যটন কেন্দ্রগুলো সম্পর্কে ধারণা পাবে।
জেলা প্রশাসন থেকে জানা গেছে, বিউটি অব বরগুনা বা বরগুনার সৌন্দর্য মূলত বরগুনার সৌন্দর্যশোভিত বিষয়ের উপর একটি ফটো এলবাম। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই এলবাম প্রকাশিত হয়েছে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ বলেন, সৈকত সৌন্দর্যের বরগুনা জেলায় দেশী বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে ছয় শত ছঁবির মধ্য থেকে বাছাই করা মনোমুগ্ধকর বিশটি ছঁবি দ্বারা তৈরি করা হয়েছে বিউটি অফ বরগুনা নামে এই সৌন্দর্যমন্ডিত ছঁবির দেয়াল। এই দেয়ালের মাধ্যমে পরিচিতি পাবে বরগুনা জেলায় অবস্থিত বিভিন্ন সৌন্দর্যশোভিত বিশিষ্ট পর্যটন কেন্দ্রগুলো। ঐকান্তিক পরিশ্রম করে একটি দেয়াল তৈরি করায় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েলকে ধন্যবাদ জানান।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর হোসেন সজল, (রাজস্ব) জালাল আহমেদসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও সাংবাদিকবৃন্দ।