রাজধানীর কলাবাগানে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ৭২ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা চুরির ঘটনায় জড়িত চোর চক্রের তিন সদস্যসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চোরাই মালামাল, তিনটি বিদেশি পিস্তল ও ১১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শহিদুল্লাহ এ তথ্য জানান।
পুলিশ কমিশনার জানান, সম্প্রতি কলাবাগান লেক সার্কাস ডলফিন গলিতে অ্যাডভোকেট আরেফিনের বাসায় চুরির ঘটনা ঘটে।
তারা ঢাকায় একাধিক চুরির ঘটনা ও দস্যুতার সঙ্গে জড়িত। এই চক্রের তিনজনের কাছ থেকে তিনটি অস্ত্র পাওয়া যায়। তাদের কাছে অস্ত্রের উৎসের বিষয়ে তদন্ত করা হবে।
তিনি জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এই চক্রের সদস্য ১০ থেকে ১২ জন। তারা দিনের অন্য পেশা আর চুরি করে। বড় অপরাধের সঙ্গে জড়িত কি না তা জানতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পলাতক সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।