অনলাইন ডেস্ক
সোমবার রাতে চীনা সেনাদের হাতে ২০ ভারতীয় সেনাসদস্যের মৃত্যুর পাশাপাশি আহতও হয়েছিলেন ৫৮ জন ভারতীয় সেনা। আহত ৫৮ ওই ভারতীয় সেনাকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চীনের সেনাদের হামলায় আহতদের মধ্যে ১৮ জনের চিকিৎসা চলছে লেহ-এর একটি হাসপাতালে। ১৫ দিনের মধ্যেই তারা কাজে যোগ দিতে পারেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এক সপ্তাহের মধ্যেই তারা কাজে যোগ দেওয়ার মতো সুস্থ হয়ে উঠবেন।
সেদিন সংঘর্ষের সময় ভারতীয় কর্নেল সন্তোষ বাবুর নেতৃত্বে যে ২০ জনের দল সকলের আগে ছিল, তাদেরই মৃত্যু হয়েছে চীনা সেনাদের হামলায়। লোহার রড, কাঁটা লাগানো রড দিয়ে ভারতীয় সেনাদের ওপর হামলা চালায় চীনের বাহিনী।
সংঘর্ষে কোনো পক্ষই কোনোধরনের গোলাবারুদ ব্যবহার করেনি। চীন সরকারের তরফ থেকে তাঁদের ক্ষয়ক্ষতির বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো না হলেও ভারতীয় সূত্রের দাবি, তাদের প্রত্যাঘাতে প্রায় ৪৫ জন চীনা সেনার মৃত্যু হয়েছে বা গুরুতর আহত হয়েছেন।