যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া যশোর বোর্ডে এ দিন ১ হাজার ৮৬৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানা গেছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। তিনি বলেন, ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় নকল করার দায়ে বাগেরহাটের শরণখোলা কেন্দ্রে ২, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ কেন্দ্রে ১ ও ঝিনাইদহের উত্তর নারায়ণপুর কেন্দ্রে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
জানা গেছে, যশোর বোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ২৯৩টি কেন্দ্রে এক লাখ ৬২ হাজার ৭১১ পরীক্ষার্থী ছিল। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬০ হাজার ৮৪৪ জন। এক হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষায় অংশ না নেওয়া শিক্ষার্থীদের মধ্যে খুলনায় ২৫১, বাগেরহাটে ১৪০, সাতক্ষীরায় ১৮৫, কুষ্টিয়ায় ১৯৭, চুয়াডাঙ্গায় ১৬৯, মেহেরপুরে ১০৭, যশোরে ২৯৮, নড়াইলে ১২২, ঝিনাইদহে ২৭৬ ও মাগুরায় ১২২ জন রয়েছে।