বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিলেন মো. মাহিদুল হোসাইন খান মিরাজ (১৬) নামের এক পরীক্ষার্থী। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এ ঘটনা ঘটেছে।
মো. মাহিদুল আখাউড়া পৌরসভার দেবগ্রাম দক্ষিণপাড়া গ্রামের মৃত মো. মোতাহের হোসেন খানের (৫২) ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মিরাজের বাবা। তিনি আখাউড়া পৌর শহরের কলেজ পাড়ায় অবস্থিত গ্রীন ভ্যালী স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। এদিকে ছেলের এসএসসি পরীক্ষা থাকায় তার বাবার লাশ বাড়িতে রেখেই গণিত পরীক্ষায় অংশ নিয়েছে ছেলে।
মিরাজের মামা মো. আরিফুল ইসলাম জানান, আমার ভাগিনাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের গভঃ মডেল গার্লস হাই স্কুল কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহণ করানোর জন্য নিয়ে আসি। বাড়িতে মিরাজের বাবা লাশ অপেক্ষা করছে মিরাজের জন্য। বাদ আসর দেবগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হলের কক্ষ পরিদর্শক মো. অলি আহমদে জানান, আমার কক্ষে মিরাজ পরীক্ষা দিয়েছে। একজন পরীক্ষার্থী তার বাবার লাশ বাড়িতে রেখে গণিতের মতো একটি কঠিন পরীক্ষা দিয়েছে। মাঝে মাঝে দেখি মিরাজের চোখ দিয়ে পানি পড়েছে। তবে আমরা মিরাজের পাশে ছিলাম।