December 24, 2024, 5:12 pm

অস্ত্র মামলায় জি কে শামীমসহ ৮ জনের রায় আগামীকাল।

অনলাইন ডেক্স
  • Update Time : Saturday, September 24, 2022,
  • 37 Time View

অস্ত্র মামলায় বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমসহ (জি কে শামীম) ৮ জনের বিরুদ্ধে করা অস্ত্র মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল রোববার (২৫ সেপ্টেম্বর)।

গত ২৮ আগস্ট এ মামলার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম রায় ঘোষণার এ তারিখ ঠিক করেন। আগামীকাল সকাল ১১ টায় ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করবেন।

মামলায় শামীমের সাথে আরও রয়েছেন তার ৭ দেহরক্ষী।

অন্য আসামিরা হলেন মো. জাহিদুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন ও মো. মুরাদ হোসেন।

 

গুলশানের নিজ কার্যালয় থেকে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর সাত দেহরক্ষীসহ গ্রেফতার হন জি কে শামীম। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচার আইনে তিনটি মামলা হয়। মামলার এজাহারে শামীমকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক ও জুয়া ব্যবসায়ী বলে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71