সিরাজগঞ্জের তাড়াশে জোর করে কীটনাশক পান করিয়ে নাসিমা খাতুন (২৩) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তারই স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের চক পাড়ায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনটি ঘটে।
মৃত নাসিমা খাতুন একই ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের সুমন হোসেনর স্ত্রী ও বেত্রাশিন গ্রামের গহর আলীর মেয়ে।
শনিবার সকাল ১০টার দিকে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরে আলম ঘটনাস্থল থেকে নাসিমার মরদেহ উদ্ধার করেন।
একই সময়ে নিহতের শ্বশুর সারোয়ার হোসেন ও শাশুড়ি ফিরোজা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করা নাসিমা শুক্রবার রাতে স্বামী সুমনকে নিয়ে বাড়িতে আসছিলেন। রাত ২টার দিকে তারা ঝুড়ঝুড়ি গ্রামের ফসলি মাঠে কাছে পৌঁছান। এ সময় তার স্বামী ও পূর্ব থেকেই সেখানে অবস্থান করা সুমনের দুই স্বজন মিলে নাসিমাকে জোর করে কীটনাশক পান করান। এতে নাসিমা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে স্বামী সুমন তাকে ফেলে পালিয়ে যান। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নাসিমাকে উদ্ধার করে বাড়িতে নেয়। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
পুলিশ পরিদর্শক নূরে আলম বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ’