নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে আজ বাংলাদেশ নারী দলের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।
এর আগের আসরের দ্বিতীয় সেমিতে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেইসঙ্গে নিশ্চিত হয়েছে টাইগ্রেসদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিটও।
ফলে যোগ্য দল হিসেবেই আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে নিগার-সালমারা।
২০১৪ সালে স্বাগতিক হওয়ার সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলেছিল বাংলাদেশ। এরপর ২০১৫ সালের বাছাই পর্বে রানার্স-আপ এবং ২০১৮ ও ২০১৯ সালে দু’বার চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। আসরের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড প্রথম সেমিতে ৪ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে।