এম.এস রিয়াদ: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ১৯ জুন শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বরগুনা সদর উপজেলার গৌরীচন্না বাজারে জীবাণুনাশক ওষুধ ও হ্যান্ডস্যানিটাইজার স্প্রে, মাস্ক বিতরণ এবং জনসাধারণকে সচেতনতামূলক বার্তা দিয়েছে মানবিক ছাত্র কল্যাণ সংসদ।
সদস্যদের কাছ থেকে চাঁদা তুলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে শুক্রবার সাপ্তাহিক হাটের দিন গৌরীচন্নায় এ কর্মসূচি পালন করেছে গৌরীচন্না ইউনিয়নের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “মানবিক ছাত্র কল্যাণ সংসদ”।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বাজার এলাকার বিভিন্ন স্থানে ড্রাম ভর্তি জীবাণুনাশক ওষুধ স্প্রে, বাজারে আগত জনসাধারণ ও দোকানদারদের হাতে হাতে হ্যান্ডস্যানিটাইজার স্প্রে, মাস্কবিহীন লোকদের মাস্ক বিতরণ এবং করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে করণীয় বার্তাসমূহ জানানোর মাধ্যমে মানুষকে সচেতন করেছে মানবিক ছাত্র কল্যাণ সংসদ।
এ কর্মসূচি চলাকালীন সংগঠনটির সভাপতি মোহাম্মাদ হেদায়েত উল্লাহ্, সহ-সভাপতি মো. আসিফ আবদুল্লাহ, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাগর মিয়া, শিক্ষা সম্পাদক মো. মহিব্বুল্লাহ, প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন, সাহিত্য সম্পাদক মো. বনি আমিন, নির্বাহী সদস্য মো. রুবেল ইসলাম, সহ-সম্পাদক মেহেদী হাসান নাঈম ও মো. সোহাগ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।