নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮৩ রানের টার্গেট দিল থাইল্যান্ড। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি থাইল্যান্ডের। পাওয়ার প্লের ৬ ওভারে দুই টপ অর্ডারকে হারিয়ে ১৬ রান তোলে নরুয়েমল চাইওয়াইয়ের দল। ১৯ ওভার ৪ বলে অলআউট হওয়ার আগে তাদের সংগ্রহ ৮২ রান।
থাইল্যান্ডের পক্ষে ফনিতা মায়া সর্বোচ্চ ২৬ রান করেন। নথকান চনথামের ২০ ও রোজেনান কানোহ করেন ১১ রান।
নাহিদা, শানজিদা ও শোহেলী দুইটি করে উইকেট শিকার করেন। সালমা খাতুন নেন একটি উইকেট।