শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বেনাপোল বন্দর। তবে এ সময় বেনাপোল বন্দরের পণ্য খালাস সচল থাকবে।
শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী রোববার (২ অক্টোবর) সকাল থেকে বুধবার (৫ অক্টোবর) পর্যন্ত বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে জানিয়েছে ভারতীয় ব্যবসায়ী সংগঠন। আগামী বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।
তবে এ সময় বেনাপোল বন্দরের মধ্যে পণ্য খালাস সচল থাকবে।