রাজধানীর যাত্রীবাহী ভিআইপি পরিবহনের বাসে আলমগীর হোসেন (৩০) নামের এক পলিথিন ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ওই ব্যবসায়ীর কাছে ৮ লাখ টাকা ছিল, যা খোয়া গেছে বলে দাবি করা হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা দোকান কর্মচারী খলিলুর রহমান বলেন, ‘মঙ্গলবার সকালে আলমগীর লালবাগ থেকে গাজীপুর গিয়েছিলন বিভিন্ন দোকানে টাকা কালেকশনের জন্য। সেখান থেকে যাত্রীবাহী ভিআইপি পরিবহন বাসে ফিরছিলেন। পরে খবর পাই আজিমপুর বাসস্ট্যান্ডে অচেতন অবস্থায় আছেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অভিযোগ করেন, তার কাছে ৮ লাখ টাকা ছিল। অজ্ঞান পার্টির লোকজন অচেতন করে টাকা নিয়ে গেছে। এ ঘটনায় বাসের স্টাফ জড়িত রয়েছে। ’
লালবাগ থানার এসআই ফখরুল আলম বলেন, ‘অচেতন ব্যবসায়ীর লোকজনের ও গাড়ির স্টাফ মাধ্যমে ঘটনা জানতে পারি। সে বিজয় স্মরণী এলাকায় ভিআইপি গাড়িতে অচেতন অবস্থায় ছিল, অনেক যাত্রী নেমে গেলেও যাত্রীরা দেখেন গাড়িতে অচেতন অবস্থায় রয়েছে ব্যবসায়ী আলমগীর হোসেন। এ ঘটনায় বাস হেলপারকে তাদের লোকজন পিটিয়ে আহত করে। পরে খবর পেয়ে হেলপার আবু কাসেম (২৮) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে ও ঢামেক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার কাছ থেকে ৮ লাখ টাকা খোয়া গেছে কিনা জ্ঞান ফিরলে ও তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। ’