খুলনার বড়বাজারের তুলাপট্টিতে (কাপড় পট্টি) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বড়বাজারের ভৈরব স্ট্যান্ড রোডে (নদীর পাশে) ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, বড়বাজারে অভ্যন্তরে সড়কগুলো সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকতে পারেনি। পাশাপাশি লাগায়ো ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে।
বড় বাজার ছিট কাপড় দোকান মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম বলেন, দূর্গাপূজা দশমী উপলক্ষে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। বাজারের কংস বাণিজ্য ভান্ডার থেকে ধোঁয়া দেখে আগত ক্রেতারা দ্বিগবিদিক দৌড়াতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। বড় বাজারের শ্রমিকরাও তাদের সাথে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়।