৩৭ রানে বাংলাদেশের উদ্বোধনী দুই ব্যাটার মিরাজ ও সাব্বির বিদায় নিয়েছেন। মিরাজ ১১ বল খেলে মাত্র ১০ রান করে মোহাম্মদ ওয়াসিমের বলে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন। তবে আউট হওয়ার আগে মারেন একটি ছয়।
আর সাব্বির রহমান আরও ধীর গতির ব্যাটিং প্রদর্শন করেন।
তিনি ফিরেছেন ১৮ বলে ১৪ রান করে। আউট হওয়ার আগে হারিস রউফের বল লেগ সাইডে খেলতে গিয়েছিলেন, বল উঠে গেছে খাড়া ওপরে। রউফের বলের গতি বুঝেই উঠতে পারেননি তিনি। এর আগে তাঁর বলে একটি ক্যাচের সুযোগ ঠিকঠাক নেননি দাহানি, হারিস এবার নিজেই নিয়েছেন ক্যাচ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ১০ ওভারে ২ ইউকেট হারিয়ে ৬৪ রান করেছে। লিটন ১৭ বলে ১৭ এবং আফিফ ১৪ বলে ১৬ রানে ব্যাটিং করছেন।