January 1, 2025, 5:21 pm

পর্যটক আকর্ষণে ৫ লক্ষ ফ্রি বিমান টিকেট দিচ্ছে হংকং।

অনলাইন ডেক্স
  • Update Time : Friday, October 7, 2022,
  • 39 Time View

করোনা মহামারির আগেও প্রতি বছর সাড়ে ৫ কোটির মতো পর্যটক আসতো হংকংয়ে। করোনা পরবর্তী সময়ে আবার পর্যটক আকর্ষণে পদক্ষেপ নিচ্ছে দেশটি। বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়ম বাতিলের পরপরই ৫ লক্ষ ফ্রি বিমান টিকেট দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। দেশের পর্যটন শিল্পকে তরান্বিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছে হংকং। খবর সিএনএন এর।

 

দুই বছর আগে প্রথম এ পদক্ষেপের ঘোষণা দেয় দেশটি। হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের এক মুখপাত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ৫ লক্ষ টিকেট বিশ্বব্যাপী পর্যটকদের দেয়া হবে।

এর আগে ২০২০ সালে বিমান শিল্পকে সমর্থন করতে একটি ত্রাণ প্যাকেজের অংশ হিসাবে প্রায় ৫ লক্ষ টিকেট অগ্রিম কেনে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ। এই টিকেটগুলোই বিনামূল্যে দেয়া হবে।

সম্প্রতি বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন উঠিয়ে নেওয়া হলেও দর্শনার্থীদের হংকংয়ে আসার আগে ও পরে কিছু নিয়ম ও বিধিনিষেধের মুখোমুখি হতে হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71