January 1, 2025, 5:21 pm

ঐতিহ্য রক্ষায় যশোরে খেজুর গাছ রোপণ কর্মসূচি।

অনলাইন ডেক্স
  • Update Time : Sunday, October 9, 2022,
  • 95 Time View

খেজুরের রস-গুড়ের ঐতিহ্য রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় যশোরে খেজুর গাছের চারা রোপণ কর্মসূচি পালন করেছে ‌‌‘সেভ দ্য ট্রেডিশন অ্যান্ড এনভায়রনমেন্ট’। রোববার (৯ আগস্ট) জেলার চৌগাছা উপজেলার মুক্তারপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. মো. মোস্তানিচুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। কর্মসূচি আয়োজনে মূল ভূমিকায় ছিলেন সেভ দ্য ট্রাডিশন অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি মোহাম্মদ আবু বকর।

নিজ হাতে খেজুর গাছ রোপণ শেষে প্রধান অতিথির বক্তব্যে মোস্তানিচুর রহমান বলেন, ‘যশোরের ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে খেজুর গাছ ও গাছ কাটার আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করা আবশ্যক। সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে যশোর জেলার এই ব্র্যান্ড পণ্য আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। ’

তিনি বলেন, ‘হারিয়ে যাওয়া যশোরের ঐতিহ্য রক্ষায় সেভ দ্য ট্রাডিশন অ্যান্ড এনভায়রনমেন্ট গাছিদের নিয়ে মাঠ পর্যায়ে যে কার্যক্রম পরিচালনা করছে তাতে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। ’

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা বলেন, ‘যশোরের ঐতিহ্য রক্ষায় গাছিদের নিয়ে মাঠ পর্যায়ে আপনাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। খেজুর গাছ রোপণ এবং গাছিদের বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করবো। ’

সংগঠনটির সভাপতি মোহাম্মদ আবু বকর বলেন, ‘ছোট বেলায় দেখতাম মাঠে অনেক খেজুর গাছ ছিল। এলাকায়
অনেক গাছি খেজুর গাছ কাটতো। কিন্তু এখন আর এসব দেখা যায় না। শীতকালে আমাদের গ্রামে পিঠা-পুলির উৎসবমুখর আমেজ থাকতো। খেজুর গাছ ও গাছির অভাবে বর্তমান তরুণ প্রজন্ম সেই আমেজ থেকে বঞ্চিত হচ্ছে। যশোরের এই ঐতিহ্য আজ যাদুঘরে যাওয়ার উপক্রম হয়েছে। এ জন্য আমি চিন্তা ভাবনা করলাম, যশোরের ঐতিহ্য

ফিরিয়ে আনা যায় কি না। মূলত ঐতিহ্যের প্রতি ভালোবাসা থেকেই আমরা প্রান্তিক পর্যায়ে গাছিদের নিয়ে কাজ করছি। ’

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাহেব আলী। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত গাছিদের গাছি পেশা না ছাড়তে উদ্বুদ্ধ করা হয়। গাছিদের নিয়ে ওই এলাকায় ১০ হাজার খেজুর গাছ রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় ধূলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মোমিনুর রহমান,
সংগঠনটির ঐতিহ্য বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা কেয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক আফসানা পারভীন, সদস্য লাবনী আক্তার রিনি, স্থানীয় শিক্ষক মাসাদুজ্জামান, সাকিব ইসলাম, খেজুর গাছ মালিক হবিবর রহমান, গাছি তুরাপ, শহিদুল, মোবারেকসহ স্থানীয় খেজুর গাছ
সংশ্লিষ্ট অর্ধশতাধিক ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71