গাজীপুরে সিএনজি স্টেশনে গ্যাস নেওয়ার সময় কাভার্ডভ্যানের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে মিঠু (২৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন।
ঘটনায় দগ্ধরা হলেন- আলামিন (২৫), আনোয়ার (৩০), সিরাজুল ইসলাম (২৮), পারভেজ (৩৩)।
চিকিৎসক জানিয়েছেন দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে আলামিনের শরীরের ৫০ শতাংশ, আনোয়ারের ৩৫ শতাংশ, সিরাজুল ইসলামের ৪০ শতাংশ, পারভেজের ৮৬ শতাংশ ও মৃত মিঠুর শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে একটি কাভার্ডভ্যান শতাধিক সিলিন্ডার নিয়ে বড়বাড়ি কুনিয়া এলাকার হাজী ওয়াহেদ আলী সিএনজি স্টেশনে গ্যাস নিতে আসে। গ্যাস নেওয়ার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মুহূর্তের মধ্যেই কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায় এবং সে আগুন সিএনজি স্টেশনে ছড়িয়ে পড়ে। এ সময় কাভার্ডভ্যান ও পাশে থাকা পাঁচজন অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয়রা টঙ্গী ফায়ার স্টেশনে খবর দেয়।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, আগুনের খবর পেয়ে ওই স্থানে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।