বাঁচা-মরার লড়াই দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ১৫৪ রানের জয়ের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়েকে। জনসন চার্লস ও রোভম্যান পাওয়েলের ব্যাটিংয়ে ভর করে ক্যারিবিয়রা ১৫৩ রান সংগ্রহ করেছে। জিম্বাবুয়ের পক্ষে সিকেন্দার রাজা ৪ ওভারে ২৯ রান দিয়ে তিন ইউকেট নিয়ে ক্যারিবিয়দের রানের চাকা আটকে রাখেন।
বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচ খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ।
হারলেই বাদ এমন সমীকরণে হোবার্টে টসে জিতে আগে ব্যাটিং করে ১৫৩ রানের বেশি সংগ্রহ করতে পারেনি নিকোলাস পুরানের দল। ‘সুপার টুয়েলভ’ পর্বে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জিম্বাবুয়েকে যেকোনো মূল্যেই ১৫৩ রানের মধ্যে আটকে রাখতে হবে ক্যারিবিয়ানদের।
ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করে ক্যারিবিয়ানরা। ১০ ওভারের মধ্যে ২ উইকেটে ৮০ রানের মতো তুলে ফেলে দলটি। তবে এরপরে ব্যাটিং বিপর্যয়ে শেষ পর্যন্ত ১৫৩ এর বেশি তুলতে পারেনি দলটি।
ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান আসে জনসন চার্লসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন রোভম্যান পাওয়েল। ২৩ রান করেন আটে নামা আকিল হোসেন। জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা ৩টি এবং ব্লেসিং মুজারাবানি ২টি উইকেট শিকার করেন।
জিম্বাবুয়ে আজ (১৯ অক্টোবর) জিতলেই এক ম্যাচ আগেই সুপার টুয়েলভে পা প্রায় রেখে দিবে। এদিকে হারলেই বিদায় প্রায় নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের।