সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরমেন্স নিয়ে দুশ্চিন্তায় খেলোয়াড়, সমর্থক ও বোর্ডকর্তারা। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে যাচ্ছেতাই অবস্থা। অস্ট্রেলিয়ায় চলিত বিশ্ব টি-টোয়েন্টি আসরে প্রথম প্রস্তুতি ম্যাচেও আফগানেদের কাছে বড় ব্যবধানে হার। দ্বিতীয় ম্যাচ পরিত্যাক্ত। সব মিলেয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সময়টার ভালো যাচ্ছে না।
এত বাজে অবস্থার মধ্যে সুসংবাদ পেলেন বাংলাদেশ ক্রিকেট ভক্তরা। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান আবারও অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন। বুধবার (১৯ অক্টোবর) আইসিসি অলরাউন্ডারের এ র্যাংকিং প্রকাশ করেছে। সেখানে আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবিকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে শীর্ষে
উঠে আসেন সাকিব।
সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দল পুরো ব্যর্থ হলেও ব্যাট ও বল হাতে পারফর্ম করেছেন সাকিব আল হাসান। তিন ম্যাচে ১৫৪ রান করেন তিনি, যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান। যার সুবাদে নিজের পুরোনো জায়গায় ফিরলেন তিনি।
আইসিসি প্রকাশিত র্যাংকিংয়ে ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠেছেন সাকিব। ২২৬ পয়েন্ট নিয়ে তার পরেই আছেন নবী। তিন নম্বরে থাকা ইংল্যান্ডের মইন আলীর রেটিং পয়েন্ট ১৮৮।
এদিকে অলরাউন্ডার র্যাংকিংয়ে এগিয়েছেন নামিবিয়ার স্মিট ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বিশ্বকাপে ভালো পারফর্ম করে চার ধাপ করে এগিয়েছেন দুজনেই। স্মিট এখন আছেন চার নম্বরে আর রাজার অবস্থান সপ্তম।