গলাচিপা সাংবাদিক সঞ্জিব দাসের পক্ষ থেকে
এ্যাডঃ মোঃ ফকরুল ইসলাম মুকুল ও মোসাঃ তহমিনা তানিয়া দম্পত্তির বিবাহ-বার্ষিকীতে শুভেচ্ছাব
পটুয়াখাল,প্রতিনিধিঃ
শুভ বিবাহ বার্ষিকীতে প্রিয় ভাই এ্যাডঃ মোঃ ফকরুল ইসলাম মুকুল ও মোসাঃ তহমিনা তানিয়া দম্পত্তির শুভেচ্ছা। বিবাহীত জীবনে এই দম্পত্তি অনেক প্রতিকূলতার মধ্যেও হাসি মুখে একে অন্যের জীবনে ছায়া হয়ে আছেন। যা প্রতিটি দম্পত্তির জন্য আদর্শ মডেল হয়ে আছে। ২০ জুন দিনটা এই দম্পত্তির জীবনে বারবার ফিরে আসুক। অনাবিল সুখ আর শান্তিতে ভরে যাক আপনাদের জীবন। সকল দুঃখ বেদনা ভুলে আবার সামনে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের জানাই শুভ বিবাহ বার্ষিকী। ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাদের পরিবারের সকলকে সুস্থ রাখেন, ভাল রাখেন।