ভারতের ছাত্তিসগড়ে এক নার্সকে বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর এনডিটিভির।
ভুক্তভোগীর অভিযোগ, ওই চারজন তাকে বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করে।
পরে পুলিশে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা।
পুলিশ জানায়, মাহেন্দ্রগড় জেলার একটি স্বাস্থসেবা কেন্দ্রে একাই কাজ করছিলেন ওই নার্স। তাকে একা কাজ করতে দেখে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। পরে তাকে বেধে পালাক্রমে ধর্ষণ করে তারা।
ভুক্তভোগী এ ঘটনা তার পরিবারকে জানায় ও পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ কর্মকর্তা নিমেশ ভারাইয়া বলেন, এক নারীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।